মার্কিন টেলিকম কোম্পানি অ্যাপল হংকংয়ে চলমান আন্দোলনকারীদের সহায়তা করছে বলে অভিযোগ করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম দ্য পিপলস ডেইলি।
এক প্রতিবেদনে জানানো হয়, অ্যাপলের অ্যাপ ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর গতিবিধিতে লক্ষ্য রাখছে আন্দোলনকারীরা। এমন কাজের জন্য কোম্পানিটেকে মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
এদিকে বুধবার হংকং আদালতের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। আন্দোলনের অন্যতম কর্মী এডওয়ার্ড লেং কে শুনানির জন্য আদালতে নিয়ে আসা হলে সেখানে ভিড় জমান বিক্ষোভকারীরা।