নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় এক মাদক ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আসামিকে অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে ৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারায়ণগঞ্জের ৭নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
সাজার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. জিয়াসমিন আহম্মেদ।
সাজাপ্রাপ্ত আসামি বাবুল মাঝি (৪২) সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ফতুল্লা থানার কুসুমবাগের চিতাশাল এলাকার জরিনার বাড়ীর ভাড়াটিয়া মৃত. কাঞ্চন মাঝির ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চিতাশাল নূর মোহাম্মদ সিকদারের বসতবাড়ীর সম্মুখে কাঁচা রাস্তায় মাদকসহ আসামি বাবুলকে গ্রেফতার করে র্যাব-১১।
সে সময় তার নিকট থেকে কাঁধে ঝুলানো পুরাতন একটি নেভী ব্লু বাগের ভিতর থেকে ২ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ মাদক বিক্রি ২ হাজার ২’শ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করে।