চ্যাম্পিয়ন্স লিগের বিরতি শেষে আবারো লিগ লড়াইয়ে মাঠে নামছে ক্লাবগুলো। সিরি'আয় বর্তমান চ্যাম্পিয়ন য়্যুভেন্তাসের প্রতিপক্ষ ভেরোনা। দু'দলের ম্যাচটি শুরু হবে শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টায়। বুন্দেসলিগায় সন্ধ্যা সাড়ে ৭টায় এফসি কোলনকে আতিথ্য দিবে বায়ার্ন মিউনিখ। এছাড়া লা লিগায় রাত সাড়ে ১০টায় সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে অ্যাতলেটিকো মাদ্রিদ।
ইতালিয়ান সিরি'আয় নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়ন য়্যুভেন্তাসের। লিগ টেবিলে এখনো তিন নম্বরে অবস্থান তাদের। তবে এ ম্যাচে তিন পয়েন্ট পেলে শীর্ষে থাকা ইন্টারমিলানের সমান ৯ পয়েন্ট হবে মৌরিসিও সারির দলের।
লিগে ফিওরেন্তিনার বিপক্ষে ড্র'য়ের পর ইউসিএলে মাদ্রিদ যাত্রাটাও হয়নি সুখকর। মৌরিজিও সারি নিশ্চয়ই চাইবেন এ ম্যাচ দিয়ে ড্র'য়ের গন্ডি থেকে বের হতে। এই ম্যাচে অবশ্য প্রতিপক্ষ কিছুটা দুর্বল। টেবিলের ১১ নম্বরে থাকা ভেরোনাকে নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কথা নয় ইতালিয়ান জায়ান্টদের।
বর্তমান সময়টা ভাল না কাটলেও, পরিসংখ্যান কথা বলছে রোনালদোদের পক্ষে। ১৯ বারের দেখায় ১৪ জয় নিয়ে এগিয়ে তুরিনের বুড়িরা। মাত্র ২টি জয় ভেরোনার। তাছাড়া সবশেষ ৯ বারের দেখায় অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই। রোনালদো, হিগুইন, মাতুইদি, খেদিরা, ডি লিটরা প্রমাণ দিয়ে যাচ্ছেন প্রতিটি ম্যাচে। তাই এ ম্যাচে জয় পাওয়া কঠিন হওয়ার কথা নয় তুরিনের জায়ান্টদের।
চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরুর পর বেশ ছন্দে রয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তবে লিগ টেবিলে এখনো ৪ নম্বরে অবস্থান তাদের। অবশ্য এ ম্যাচে জয় পেলে শীর্ষে উঠে আসবে বাভারিয়ানরা। প্রতিপক্ষ টেবিলের ১৫ নম্বরে থাকা কোলন।
মাঠে নামার আগে নিকো কোভাচের জন্য সুখর হলো দলে নেই কোন সাসপেনশন সমস্যা। তবে কিমিচ, কোমান, হার্নানদেজদের নিয়ে রয়েছে শঙ্কা। আশার কথা হলো অভিজ্ঞ লেওয়ানডস্কি রয়েছেন দারুণ ছন্দে। বাভারিয়ান শিবিরে কৌতিনিও যোগ দিয়ে অবশ্য এখনো দেখাতে পারেননি তেমন কিছু। তবে এ ম্যাচে নিশ্চয়ই চাইবেন দলের হয়ে অবদান রাখতে। তাছাড়া আলকানতারা, বুয়েটাং, পাভার্ড জ্বলে উঠছেন দলের প্রয়োজনের। তাই বলাই যায় আরো একটা জয়ের জন্য মাঠে নামবে বায়ার্ন মিউনিখ।