যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির অনুমোদন দিয়েছেন।
এ নীতি অনুযায়ী মধ্য আমেরিকার কেউ যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদন করতে গেলে প্রথম যে দেশে পৌঁছাবে সেদেশে আশ্রয়ের আবেদন করতে হবে।
এ বছর মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের সংখ্যা বহু গুণ বেড়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসন কঠোর সব পদক্ষেপ নেয়।
এর মধ্যে ছোট শিশুদের বাবা মার কাছ থেকে আলাদা করে আশ্রয়কেন্দ্রে রাখায় সমালোচনার শিকার হন প্রেসিডেন্ট ট্রাম্প।
এ বছর জুলাইয়ে প্রস্তাবিত নীতি আদালতে আটকে যাওয়ার পর সুপ্রিম কোর্টের এই রায়কে বিজয় হিসেবে দেখছেন ট্রাম্প। আইনি প্রক্রিয়া শেষ না হলেও এখন থেকেই তা কার্যকর করতে পারে ট্রাম্প প্রশাসন।
নতুন এই নিষেধাজ্ঞায় মার্কিন সীমান্তে প্রায় সব আশ্রয়প্রার্থীর আবেদন নাকচ করে দেয়া হবে।