রানাঘাটের রেল স্টেশন থেকে বলিউডে যাত্রা শুরু করা সেই রানু মণ্ডলের ‘তেরি মেরি প্রেম কাহানি’ গানটি প্রকাশ পেয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ ছবির ‘তেরি মেরি প্রেম কাহানি’ গানটি মুক্তি দেয়া হয়েছে।
রানু মণ্ডল রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে। তিনি এখন হিমেশ রেশমিয়ার প্লে-ব্যাক সিঙ্গার। পরপর তিনটি গান রেকর্ড করেছেন তিনি।
এতদিন রানু মণ্ডলের একাধিক গানের ট্রেলার দেখা গিয়েছিল। এবার তার পূর্ণাঙ্গ গান দেখা যাচ্ছে।
প্রকাশিতে গানে হিমেশ রেশমিয়া আর অভিনেত্রী সোনিয়া মানের সঙ্গে দেখা গেছে রানুকেও। মঙ্গলবার মুক্তি পেয়েছিল গানটির টিজার। তবে রানুর যে ফুটেজটি ব্যবহার করা হয়েছে তা রেকর্ডিংয়ের সময়েই তোলা।
এই গানটিই প্রথম রানুকে দিয়ে রেকর্ড করিয়েছিলেন হিমেশ। এরপর রানুকে দিয়ে আরও দুটি গান রেকর্ড করান হিমেশ। একটি ‘আদত’, অন্যটি ২০০৬ সালের শাহিদ কাপুর এবং কারিনা কাপুর অভিনীত বক্স অফিস হিট কমেডি-মার্ডার থ্রিলার ‘৩৬ চায়না টাউন’ ছবির টাইটেল সং ‘আশিকি মে তেরি’।