বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কমিটি ভেঙে দেয়া হচ্ছে বলে বেশ কয়েক দিন গুঞ্জন চলছে। বর্তমান নেতৃত্বের ওপর অদক্ষতা ও নানা অভিযোগে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তুষ্ট বলে গণমাধ্যমে খবর প্রকাশের পর থেকে বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়।
তবে এ বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে কয়েক দিন আগে গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ছাত্রলীগের কমিটিতে কোনো পরিবর্তন আসবে কিনা বা নতুন কমিটি হবে কিনা, পুরো বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখছেন বলে বুধবার (১১ সেপ্টেম্বর) জানিয়েছেন ওবায়দুল কাদের।
সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন...। এখন যদি ছাত্রলীগের এ কমিটির ব্যাপারে নতুন কোনো বিবেচনা আসে, সংযোজন বা পরিবর্তনের কোনো প্রশ্ন আসে, আমি মনে করি নেত্রী শেখ হাসিনা নিজেই করতে পারেন। যেহেতু কমিটিটা তিনিই করেছেন, কাজেই কমিটির ব্যাপারে যদি কোনো পরিবর্তন বা সংশোধন-সংযোজনের প্রয়োজন হয়, সেটা তিনি নিজেই করবেন।’
শিগগিরই ছাত্রলীগের সম্মেলন হওয়ার সম্ভাবনা আছে কিনা-সাংবাদিকরা তা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি এখন পর্যন্ত আগাম সম্মেলনের কোনো সিদ্ধান্ত পাইনি। এটি দলের অভ্যন্তরীণ বিষয়।’
তিনি বলেন, ‘পুরোপুরিভাবে নেত্রী নিজেই দেখছেন। দলের চারজনকে ছাত্রলীগের বিষয়টি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘দলের ভেতরে খারাপ কাজ হলে, শৃঙ্খলা ভঙ্গ হলে কাউকে তিরস্কার করার পক্ষে আমি। আবার ভালো কাজের পুরস্কারও দেয়া উচিত।’