যুক্তরাজ্যের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অস্ট্রেলিয়ার তিন নাগরিককে আটক করেছে ইরান।
তাদের মধ্যে দু' জন অস্ট্রেলিয়া ও ব্রিটেনের দ্বৈত নাগরিক। আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে, তেহরানের এভিন কারাগারে দুই ব্রিটিশ-অস্ট্রেলীয় নাগরিক আটক রয়েছে।
তবে কী কারণে তাদের আটক করা হয়েছে তা স্পস্ট করেনি তেহরান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে মার্কিন নেতৃত্বাধীন মিশনে অস্ট্রেলিয়া সরকারের যোগ দেয়ার পরপরই ওই তিন নাগরিকের আটকের খবর এল।
তাদের মুক্ত করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে অস্ট্রেলীয় সরকার।
এদিকে ইরানে দ্বৈত নাগরিক আটকের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় একে কূটনৈতিক কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন পশ্চিমা বিশ্লেষকরা।