আফগানিস্তানের কাবুলে মার্কিন দূতাবাসের কাছে রকেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তবে, তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দূতাবাস কর্মকর্তার বরাতে এ খবর জানায় বার্তা সংস্থা এপি।
বুধবার স্থানীয় সময় মধ্যরাতে সেখানে রকেট বিস্ফোরণ হয়। তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিলের পর এ ধরনের হামলা এটিই প্রথম।
গেলো সপ্তাহে আলাদা গাড়িবোমা বিস্ফোরণে ন্যাটোর দুই সদস্যসহ বেশ কয়েকজন নিহত হন। এদের মধ্যে একজন মার্কিন সেনা ছিলেন। এ ঘটনার পরই তালেবানের সঙ্গে শান্তি আলোচনাকে মৃত বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জবাবে, মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার পাল্টা ঘোষণা দেয় তালেবান।