যেখানে নিজের ক্রেডিট কার্ড নম্বর মুখস্থ রাখাই কষ্টসাধ্য সেখানে জাপানের এক ব্যক্তি ১৩০০ মানুষের ক্রেডিট কার্ড নম্বর মুখস্থ রেখে জালিয়াতি করেছেন। আর এমন ঘটনা প্রকাশ্যে আসার পর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদন ভাইস নিউজের।
ইউসুকে তানিগুচি নামের ওই ব্যক্তি জাপানের কোটো সিটি শহরের একটি মলের ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। সোরা নিউজ টোয়েন্টি ফোরের বরাত দিয়ে ভাইস নিউজ জানিয়েছে, তানিগুচির রয়েছে ফটোগ্রাফিক মস্তিষ্ক। আর এই কারণে তিনি গ্রাহকদের সকল তথ্য মনে রাখতে পারতেন লিখে রাখার আগে পর্যন্ত। তাকে গ্রেফতারের পর পুলিশ একটি নোটবুক উদ্ধার করেছে যেখানে গ্রাহকদের নাম ও ক্রেডিট কার্ডের বিস্তারিতও পেয়েছে পুলিশ।
মার্চে তানিগুচি ২ হাজার ৫০০ ডলারের দুটি ব্যাগ অনলাইনে অর্ডার দিয়েছিলেন। এসময় তিনি একজন গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন। অভিযোগ পেয়ে ওই ব্যাগ তার অ্যাপার্টমেন্টে ডেলিভারির সময়ই পুলিশ সেখানে হাজির হয়।
অল-নিপ্পন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, টোকিও মেট্রোপলিটন পুলিশ এখনও ওই ঘটনার তদন্ত করছে।