ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্পর্কিত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর সেখানকার পরিস্থিতি সম্পর্কে অন্ধকারে রয়েছে বাইরের দুনিয়া। গণমাধ্যম, টেলিফোন, ইন্টারনেটের রয়েছে ব্যাপক কড়াকড়ি। কাশ্মীরের বেশিরভাগ রাজনৈতিক নেতাকে বন্দী করে রাখা হয়েছে। এমনকি দেশটির অন্যান্য অংশের রাজনৈতিক নেতাদেরও সেখানে পরিদর্শনে যেতে দেয়া হচ্ছে না।
তবে বিদেশি কিছু সংবাদমাধ্যমের কল্যাণে সেখানে সামরিক বাহিনীর নির্যাতন, নিপীড়ন আর কাশ্মীরীদের অসহায়ত্বের কিছু চিত্র পাওয়া যাচ্ছে। যদিও তা খুবই কম।
শনিবার (২৪ আগস্ট) কাশ্মীরের পরিস্থিতি দেখতে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু তাকে ঢুকতে দেয়া হয়নি। শ্রীনগর বিমানবন্দর থেকেই তাকে ফেরত পাঠানো হয়েছে। সেই যাত্রাপথেই বিমানের মধ্যে রাহুলের কাছে ছুটে এসেছিলেন এক কাশ্মীরী নারী। নিজের পরিবারের অবস্থা বোঝাতে গিয়ে রাহুলের সামনে কেঁদে ফেলেন তিনি।
সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মধ্যবয়সী ওই নারী রাহুলকে বলছিলেন, ‘আমার ছেলেমেয়েকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। আমার ভাই হৃদরোগে আক্রান্ত। ১০ দিন ধরে তিনি ডাক্তার দেখাতে পারেননি। আমরা খুব বিপদে আছি।’
এক পর্যায়ে ওই নারীর হাত ধরে রাহুল তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেন।