যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
রোববার (২৫ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান মাহী। এরপর দুদকের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। বিদেশে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ৪ আগস্ট মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে তলব নোটিশ পাঠিয়েছিলেন দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।
ওই নোটিশে ৭ আগস্ট দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হতে বলা হয়েছিল। কিন্তু মাহী বি চৌধুরী ও তার স্ত্রী ওই দিন দুদকে হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেন। ২৫ আগস্ট হাজির হওয়ার জন্য তাদের ফের নোটিশ দেয় দুদক। তবে অসুস্থতার কারণে আজও হাজির হয়নি তার স্ত্রী।