বিনা অপরাধে জাহালমের তিন বছর কারাভোগের ঘটনায় ১১ দুদক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে সংস্থাটি।
একই সঙ্গে জাহালমের বিরুদ্ধে হওয়া ৩৩টি মামলার তদন্ত আবারও শুরু করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেন সংস্থাটির আইনজীবী। তবে ১১ কর্মকর্তার নাম, ঠিকানা এবং কি অভিযোগে মামলা হয়েছে তা উল্লেখ না থাকায় প্রতিবেদনটি গ্রহণ করেননি আদালত।
আগামী বুধবার বিস্তারিত আকারে পুনরায় প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। শুনানিতে উচ্চ আদালত বলেছেন, সর্ষের মধ্যে ভূত থাকার দরকার নাই। ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় ভুল আসামি হিসেবে তিন বছর জেল খাটেন পাটকল শ্রমিক জাহালম। পরে হাইকোর্টের আদেশে তিনি মুক্ত হন।