শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়মসনের বদলে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবেন টিম সাউদি।
লঙ্কানদের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া পেসার ট্রেন্ট বোল্টও থাকবেন দলের বাইরে। উইলিয়ামসনের অনুপস্থিতে কিউইদের নেতৃত্ব দেবেন টিম সাউদি। গেল বিশ্বকাপে দারুণ নেতৃত্ব দিয়ে নিউজিল্যান্ডকে ফাইনালে তুলেছিলেন উইলিয়ামসন।
তবে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী কিউইরা। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে পালেকেল্লেতে।