যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম এবং পূর্ব উপকূলীয় এলাকায় তীব্র দাবদাহ শুরু হয়েছে। সোমবার (২২ জুলাই) নিউইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসিতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এরমধ্যেই নিউইয়র্কের ব্রুকলিন এবং কুইন্সে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।
এতে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন আইসক্রিমের দোকান এবং রাস্তার পাশে গাছের ছায়ায় ভিড় করছেন বাসিন্দারা। তবে দু'এক দিনের মধ্যে নিউইয়র্কে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর।