অসচেতনতা ও জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার (২৩ জুলাই) সকালে নগর ভবনের সামনে ডেঙ্গু সচেতনতামূলক রোড'শোতে অংশ নিয়ে তিনি একথা বলেন। এছাড়া কয়েকদিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও জানান তিনি।
ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, 'এ সপ্তাহের আবহাওয়া এবং আমাদের কাছে আসা তথ্যানুযায়ী সামনের সপ্তাহেও যদি আবহাওয়া একই রকম থাকে তবে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে যাবে।'