তিন ম্যাচে আগে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারালেও, শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী বসুন্ধরা কিংস। তবে গেলো ম্যাচ হেরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নষ্ট হওয়ায় রয়েছে কিছুটা আক্ষেপ। এমনটাই জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। এদিকে, ক্লাবটির একাডেমি তৈরির পরিকল্পনা এখনই না থাকলেও, ক্রিকেট, ফুটবলসহ বেশ কয়েকটি খেলা নিয়ে শীঘ্রই উদ্বোধন হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স।
প্রিমিয়ার লিগের নতুন রাজা। লিগ টেবিলে দাপুটে অবস্থান। ৩ ম্যাচ আগেই সুযোগ ছিল শিরোপা জেতার। কিন্তু হঠাৎই ছন্দ পতন। শেখ রাসেলের কাছে গেল ম্যাচে ১-০ গোলের হার। বলছি লিগের নবাগত দল বসুন্ধরা কিংসের কথা।
বিগ বাজেটের দল বসুন্ধরা কিংস। লক্ষ্য ছিল ফেডারেশন কাপ জিতে এএফসি কাপে অংশ নেয়া। কিন্তু ভাগ্য বিড়ম্বনায় আবাহনীর কাছে হেরে সেই স্বপ্ন হয়েছে ম্লন। আরেকটা স্বপ্ন ছিল প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া। গেলো ম্যাচ হেরে যাওয়ায় সেটাও আক্ষেপই থেকে গেল।
এ মৌসুম শেষ না হতেই নতুন মৌসুম নিয়ে ভাবতে শুরু করেছে কিংস। ভালোমানের বিদেশির পাশাপাশি দেশীয় প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করতে দেশব্যাপী অনূর্ধ্ব ১৭ ট্যালেন্ট হান্ট করবে ক্লাবটি। শুধু তাই নয়, ক্রিকেট ফুটবলসহ বেশ কয়েকটি খেলা নিয়ে একটি স্পোর্টস কমপ্লেক্স প্রতিষ্ঠা করবে বসুন্ধরা।
আসছে মৌসুমে প্রিমিয়ার লিগ আরো জমজমাট করতে আন্তর্জাতিক দলবদল সময়ে বিপিএলের দল বদল সম্পন্ন করার দাবি ইমরুল হাসানের।