নেহেরু-গান্ধী পরিবারের বাইরে, কংগ্রেসের নেতৃত্ব চলে গেলে, দলটি ২৪ ঘণ্টার মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রবীণ নেতারা।
জ্যেষ্ঠ নেতা নটবর সিং বলেন, প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসকে নেতৃত্ব দেয়ার যোগ্য, তার কাধেই সভাপতির দায়িত্ব দিতে পারে দলটি। ভারতে কংগ্রেসের এ নাজুক অবস্থার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দ্বিতীয় মেয়াদের ৫০ দিন পূর্ণ করলেন। পাকিস্তানকে রুখতে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখাই নয়াদিল্লির লক্ষ্য বলে জানিয়েছে বিজেপি।
গত ৩০ মে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। এরপর থেকে ৫০ দিন পূর্ণ করলো মোদির বিজেপি সরকার। স্বল্প এ সময়েই মোদি ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দাবি দলটির নেতাদের। তার নেতৃত্বে ভারত বিশ্বে অর্থনৈতিক পরাশক্তি হয়ে উঠছে বলেও মনে করেন মন্ত্রিপরিষদের সদস্যরা।
গণমাধ্যম বলছে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই নরেন্দ্র মোদি জোর দিয়েছেন পররাষ্ট্রনীতি আরও শক্তিশালী করতে। জঙ্গিবাদ দমনে বিশ্ব দরবারে ঐক্যমত গড়ে তুলতে কাজ করছেন তিনি। এরই অংশ হিসেবে আগামী ৯ই সেপ্টেম্বর ভারত সফর করবেন