ইথিওপিয়ায় স্বায়ত্বশাসিত অঞ্চলের দাবিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সিদামা আদিগোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছে।
বার্তাসংস্থা রয়র্টাসের খবরে বলা হয়, হাওয়াসা শহরের কাছে শনিবার উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়।
চিকিৎসক জানায়, গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। হতাহতের ঘটনায় সরকারের পক্ষ থেকে এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিদামা দেশটির দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় আদিগোষ্ঠী।