সরকারি সহায়তা পেলে দেশেই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সহজলভ্য হবে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রাজধানীতে তিনদিনব্যাপী আয়োজিত গার্মেন্টস ও কারখানা মেশিনারিজ প্রদর্শনীর শেষ দিনে এ কথা বলেন ব্যবসায়ীরা। একই ছাদের নিচে সবুজ কারখানা নির্মাণের সকল উপকরণ পেয়ে সন্তুষ্ট দর্শনার্থীরা।
কমছে প্রাকৃতিক জ্বালানি, বাড়ছে বিদ্যুতের দাম। তাই বিদ্যুত ব্যবহারে নবায়নযোগ্য জ্বালানিকেই বেছে নিচ্ছেন সচেতন নাগরিকরা। সরকারও যেখানে ২০২০ সালে বিদ্যুৎ খাতে এর ব্যবহার বাড়াতে চান ১০ শতাংশ পর্যন্ত। তাই নবায়নযোগ্য জ্বালানিকে সহজলভ্য করতে সরকারী নীতি সহায়তা চান এ খাতের উদ্যোক্তারা।
শুধু নবায়নযোগ্য জ্বালানির সোলারই নয়, রাজধানীতে আয়োজিত তিনদিনের মেশিনারিজ প্রদর্শনীতে দেখা মেলে সবুজ কারখানা তৈরীর নানা উপাদান। উদ্যোক্তারা তুলে ধরেন দেশেই তৈরী আধুনিক সব যন্ত্রপাতি।
একই ছাদের নিচে কারখানা তৈরীর সব উপকরণ পেয়ে সন্তুষ্ট দর্শনার্থীরা।
দেশীয় মেশিনারিজ শিল্প মালিকদের কাছে তুলে ধরতে এ ধরনের প্রদর্শনী বাড়ানোর দাবি জানান উদ্যোক্তারা।