সম্প্রতি বিপিএল ফুটবলে আবাহনীর বিপক্ষে দারুণ এক জয় পায় মোহামেডান । ঐতিহ্যবাহী ক্লাবটির এমন সাফল্যে এক সংবর্ধনার আয়োজন করেছে মোহামেডানের সমর্থক গোষ্ঠী মহা'পাগল।
শুক্রবার (১৯ জুলাই) বিকেলে মোহামেডান ক্লাব প্রাঙ্গনে ব্যতিক্রমধর্মী সমর্থক গোষ্ঠী মহা' পাগলের সমর্থকরা আবাহনীর বিপক্ষে জয় এবং ফুটবলার শরীফের বিদায় উপলক্ষে সংবর্ধনার আয়োজন করে। যেখানে ক্লাবের ফুটবলার এমিলি, তকলিস, উরু নাগাতা ও কোচ শন লিন উপস্থিত ছিলেন।
এ সময় সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে শরীফের জন্য ক্রেস্ট ও তকলিসকে তার ছবি সম্বলিত একটি ফেস্টুন উপহার দেয়া হয়।
এরপর কেক কেটে আবাহনীর বিপক্ষে জয় উদযাপন করে সমর্থকরা।
এ সময় আগামী মৌসুমে মোহামেডান শিরোপার লক্ষ্যে সেরাটা খেলবে বলে প্রত্যাশা করেন তারা।