সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিপাত এবং ১০দিন সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থাসহ সিলেট অঞ্চলের রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে মানুষের ভোগান্তির শেষ নাই।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিপাতের কারণে গত ১১ জুলাই থেকে সুরমা, কুশিয়ারাসহ সিলেট অঞ্চলের সব ক'টি নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে বিপদসীমা অতিক্রম করে। এতে জেলার ১৩টি উপজেলার রাস্তাঘাটসহ জাতীয় মহাসড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে সড়ক ব্যবহারকারীরা পড়েছেন বিপাকে।
সিলেট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এস এম মহসীন জানিয়েছেন এবারের বন্যায় সবচেয়ে ক্ষতি হয়েছে আন্তঃ উপজেলা সড়কের। শুধু সিলেট জেলায়ই দুশো ৬৯ কিলোমিটার সড়ক নষ্ট হয়েছে।
সিলেট বিভাগের জাতীয় ও স্থানীয় সড়ক মিলে প্রায় আটশ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেটের ১৩ উপজেলায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে লাগবে দেড়শ কোটি টাকা। আগামী নভেম্বরের আগে সড়কগুলো মেরামতের সম্ভাবনা নেই।