দেশের ফুটবলের প্রথম ক্লাব হিসেবে প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলতে ইউরোপ সফরে যাচ্ছে প্রিমিয়ার লিগের দল বসুন্ধরা কিংস। সম্ভাব্য প্রতিপক্ষ লা লিগার ক্লাব সেল্টা ভিগো। জানিয়েছেন ক্লাবটির সভাপতি ইমরুল হাসান। এদিকে ১ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে কিংসের কোস্টারিকান তারকা ডেনিয়েল কলিনদ্রেস ও কোচ অস্কার ব্রুজনের সঙ্গে।
এ যেন সত্যিকারের একদল রাজাদের গল্প। যে গল্পের পরতে পরতে শুধুই জয়ের নেশা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ এক স্বপ্নের মঞ্চ বসুন্ধরা কিংসের কাছে। প্রথম আসরেই বাজিমাত। হাতে বাকি এখনও ৪ ম্যাচ। যার মধ্যে মাত্র একটা জিতলেই বিপিএলের মুকুট উঠবে নবাগত ক্লাবটির মাথায়।
তবে সে রোমাঞ্চকে পাশ কাটিয়ে ক্লাব কর্তাদের কণ্ঠে পেশাদারী মনোভাব। বললেন উচ্ছ্বাসটা জমা রেখেছেন শিরোপার জন্যই।
বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, এখনও আমাদের চারটা ম্যাচ বাকি। কাজেই এখনও কিছু বলা যাচ্ছে না।
এদিকে পরবর্তী মৌসুমকে সামনে রেখে এখনই ঘর গোছানোর কাজটাও শুরু করে দিয়েছে কিংস। দলটির সবচাইতে বড় তারকা কলিন্দ্রেসের সঙ্গে বেড়েছে চুক্তির মেয়াদ। থাকছেন কোচ অস্কার ব্রুজনও।
তবে আগামী মৌসুমের এএফসির বাছাইকে সামনে রেখে বিগ বাজেটের দল গড়তে যাচ্ছে তারা। কথা চলছে একাধিক অস্ট্রেলীয় ফুটবলারের সঙ্গে। তালিকায় আছেন আফ্রিকা, উজবেকিস্তান, তুর্কমেনিস্তানের জাতীয় দলের ফুটবলার'রা।
প্রাক মৌসুম ক্যাম্পেও থাকছে চমক। আগামী মৌসুমের আগে প্রায় তিন সপ্তাহের জন্য স্পেন সফরে যাবে বসুন্ধরা কিংস। প্রীতি ম্যাচ খেলবে লা লিগার দলের বিপক্ষে।
ইমরুল হাসান বলেন, আগামী মৌসুম শুরুর আগে আমরা ইউরোপের কোন দলের সাথে খেলার চেষ্টা করবো।
সে সঙ্গে জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে আসছে মৌসুমের দলবদলের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে ক্লাবটি।