ওমানে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ স্কুল এন্ড কলেজ সাহাম এবারের এইচএসসিতে শতভাগ সাফল্য অর্জন করেছে। ন্যাশনাল কারিকুলামে পরিচালিত এই প্রতিষ্ঠান থেকে চলতি বছর ১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
বিজ্ঞান বিভাগে ৭ জন ও ব্যবসা বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থীর সবাই এবারের পরীক্ষায় পাস করেছে। এর মধ্যে ৩ জন গোল্ডেন এ প্লাস, ৬ জন এ প্লাস ও বাকি চারজন এ পেয়েছে।
প্রতিষ্ঠানটির সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আগামীতেও সাফল্যের ধারা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তারা।