মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপক্ষের সশস্ত্র হামলায় বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার নোয়াদ্দা ও ঢালী কান্দিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য স্বপন দেওয়ান ও ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মেজবাউদ্দিনের বিরোধ চলছিলো। এরই জেরে ভোরে স্বপন দেওয়ানের নেতৃত্বে মেজবাউদ্দিনের লোকজনের উপর হামলা চালানো হয়। এসময় মেজবাউদ্দিনকে না পেয়ে এলাকাবাসীর উপর নির্বিচারে গুলি চালায় তারা। এতে ৪ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আহতের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এখনো কাউকে আটক করতে পারেনি।