বিশ্বের ২’শ কোটি মানুষ স্বাস্থ্যসম্মত খাবার পাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার (১৫ জুলাই) সংস্থাটি জানায়, বিশ্বের ২৫ শতাংশ মানুষ পুষ্টিগুণসম্পন্ন এবং নিরাপদ খাদ্যের জন্য লড়াই করছে।
খাদ্য সংকট তাদেরকে ভয়াবহ স্বাস্থ্য সমস্যার দিকে ঢেলে দিচ্ছে বলেও সতর্ক করা হয়। খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বলা হয়, এর ৮ শতাংশ ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার বাসিন্দা।
এছাড়া আফ্রিকার অধিকাংশ এলাকা, মধ্যপ্রাচ্যের কিছু অংশ, দক্ষিণ আমেরিকা এবং ক্যারাবিয়ো অঞ্চলে অভুক্ত মানুষের সংখ্যা বেড়েছে বলেও জানানো হয়। অভুক্তের পাশাপাশি স্থূলকায় মানুষের সংখ্যা নিয়েও উদ্বেগ জানিয়েছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ক্যান্ডি হোলেম্যান।
তিনি বলেন, বিশ্বে স্থূলকায় মানুষের সংখ্যা প্রায় ৮২ কোটি ২২ লাখ। এ সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে বলেও সতর্ক করেন তিনি। এ অবস্থায় রাষ্ট্র প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।