সাংবাদিক জামাল খাশোগি হত্যায় জড়িত সৌদি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে একটি বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ।
সোমবার (১৫ জুলাই) সৌদি আরবের মানবাধিকার এবং জবাবদিহিতা শিরোনামের বিলটির পক্ষে ৪শ' ৫ জন আইনপ্রণেতা ভোট দেন। বিপক্ষে ভোট পড়ে মাত্র সাতটি। বিলটি উত্থাপন করেন কংগ্রেসম্যান টম মালিনোস্কি। বিলটি মার্কিন সিনেটে অনুমোদন পেলেই কেবল বাস্তবায়ন সম্ভব হবে।
এ দিন সৌদি বন্দিশিবিরে মানবাধিকার আইনজীবীদের বিরুদ্ধে রিয়াদের নির্যাতনের নিন্দা জানানো হয়।
গেলো ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন হন জামাল খাশোগি। তার মরদেহের এখনো সন্ধান মেলেনি। হত্যাকাণ্ডের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করা হয়। যদিও বরাবরই রিয়াদ এ অভিযোগ অস্বীকার করে আসছে। আর সৌদি প্রশাসনের হয়েই সাফাই দিচ্ছে ট্রাম্প প্রশাসন।