মানিকগঞ্জের আরিচা ঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৩৬ সে.মি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও হু হু করে বৃদ্ধি পাচ্ছে পদ্মা ও অভ্যন্তরীণ নদ-নদীর পানি।
আরিচা ঘাট পয়েন্টের পানি উন্নয়ন বোর্ডের পানির স্তর পরিমাপক মো. ফারুক আহম্মেদ জানায়, গত ২৪ ঘণ্টায় আরিচায় যমুনার নদীর পানি ৩৬ সে.মি বৃদ্ধি পেয়েছে। আর আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হবে।
এদিকে জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় ২৭ সে.মি বৃদ্ধি পেয়েছে। এতে আতংকিত রয়েছে নদীপাড়ের মানুষ।