চট্টগ্রামে ভেজাল টিএসপি সারের গোডাউনে অভিযান চালিয়ে ৪শ’ মেট্রিক টন ভেজাল সার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৮০ লাখ টাকা। সোমবার (১৫ জুলাই) রাতে র্যাব ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
৫০ কেজি ওজনের টিএসপি ভালো সারের বস্তার সাথে মাটি সহ বিভিন্ন পদার্থ মিশিয়ে ভেজাল সার তৈরি করা হচ্ছে এমন তথ্য প্রশাসনের কাছে ছিল। সোমবার রাতে নগরীর পতেঙ্গা এলাকায় অবস্থিত রায়হান ও সিদ্দিক নামে দুই ভাইয়ের গুদামে অভিযান চালায় রেব ও জেলা প্রশাসন। সারে ভেজাল দেয়াই নয়, মূল টিএসপি বস্তার মতো গুদামে প্যাকেটজাতও করা হত। এরপর দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো ভেজাল টিএসপি সার।
ভেজাল সার পক্রিয়াজাত করার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে র্যাব। বাকিদেরও দ্রুত আইনের আত্ততায় আনা হবে বলে জানানো হয়।
কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ ধরনের ভেজাল সারের কারণে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। সেই সঙ্গে জমির উর্বরতাও দিন দিন কমে যাচ্ছে।
দুটি গুদাম থেকে জব্দ করা ৪শ’ মেট্রিক টন ভেজাল সার নগরীর দক্ষিণ হালিশহর ময়লার ডিপোতে নষ্ট করা হবে বলে জানানো হয়।