গাজীপুরে কাভার্ডভ্যান- মিনি পিকআপের সংঘর্ষে তিনজনসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১৫ জুলাই) সকালে গাজীপুর সিটি করপোরেশনের মাষ্টারবাড়ি ন্যাশনাল পার্কের সামনে একটি কাভার্ডভ্যান পার্ক করা ছিল। এসময় ময়মনসিংহগামী একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক চালকসহ দুইযাত্রীর মৃত্যু হয়।
সোমবার ভোরে বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতের সরঞ্জামবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক কামালের মৃত্যু হয়। আহত হন হেলপার শামিম। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করে ফায়ার সার্ভিস।