কুমিল্লায় আদালতের এজলাসে বিচারকের সামনেই এক আসামি অপর আসামিকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের পর ঘাতক অপর আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, আদালতের এজলাসে আসামি ছুরি নিয়ে প্রবেশ করায় নিরাপত্তায় শঙ্কায় আছেন বিচারক ও আইনজীবীরা। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের একটি কমিটি।
পুলিশ ও আইনজীবীরা জানান সোমবার অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের এজলাশে হত্যা মামলার দুই আসামি হাসান ও ফারুককে শুনানির জন্যে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শুরু হলে হঠাত করে আসামি হাসান অপর আসামি ফারুককে উপুর্যপরি ছুরিকাঘাত করে। প্রাণে বাঁচতে ফারুক আশ্রয় নেয় বিচারকের খাস কামড়ায়। সেখানেও তার ওপর হামলা করে হাসান। গুরুতর অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে ঘাতক হাসানকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে আদালতের এজলাসে আসামির ছুরি নিয়ে প্রবেশের ঘটনায় শঙ্কিত বিচারক-আইনজীবীরা। নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। এ ঘটনায় আদালতের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে জন্যে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।