নতুন করে কোনো প্রকার করারোপ ছাড়াই চলতি অর্থবছরে ৮শ' ৭০ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
রোববার (১৪ জুলাই) দুপুরে নগর ভবনে 'জনতার মুখোমুখি সিটি করপোরেশন' শীর্ষক অনুষ্ঠানে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ১শ ৩৪ কোটি ৯৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
এছাড়া উন্নয়ন খাতে ৭'শ ৩৫ কোটি ৪০ লাখ ৬১ হাজার টাকা নির্ধারণ করা হয়।