বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনার সময় বিএসএফের গুলিতে এক গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ভোরে ইসরাফিলসহ কয়েকজন বাংলাদেশি যুবক ভারত থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলো। আংরাইল ক্যাম্পের কাছে পৌঁছালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গরু ব্যবসায়ী ইসরাফিল গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে বিজিবি সদস্যরা।