হাইকোর্টের বেঁধে দেয়া সময়, আগামী ২ জুলাইয়ের আগে মেয়াদোত্তীর্ণ ওষুধ তুলে নেয়া না হলে ফার্মেসি সিলগালাসহ মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান।
সোমবার (২৪ জুন) রাজধানীর বংশালে বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। অন্যদিকে, সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
রাজধানীসহ দেশের বিভিন্ন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। সরকারি সংস্থাগুলোর অভিযানে এসব বিষয় উঠে আসলে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট দপ্তরগুলো। সবশেষ আগামী ২ জুলাইয়ের আগে সকল ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ তুলে নিতে নির্দেশ দেন হাইকোর্ট।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আয়োজনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। যেখানে অংশ নেয়া ওষুধ ব্যবসায়ীদের প্রতি নির্ধারিত সময়ের আগেই মেয়াদোত্তীর্ণ ওষুধ তুলে নিতে আহ্বান জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে অংশ নিয়ে অন্যান্য সংস্থার প্রতিনিধিরাও ওষুধ ব্যবসায়ী থেকে উৎপাদনকারী সবাইকে স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানান।
এদিকে, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এছাড়া, এ যাবত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজন রোগী মারা গেছেন জানিয়ে, এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।