নিজেরা পদবঞ্চিত হওয়ার কারণে নয় বরং ছাত্রলীগের নতুন কমিটিতে অছাত্র, বিবাহিত ও জামায়াত-শিবির স্থান পেয়েছে বলেই নতুন কমিটির দাবিতে আন্দোলন।
বুধবার (১৫ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধনে এ কথা বলেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা। তারা বলেন, কমিটি থেকে বিতর্কিতদের বাদ না দিলে আন্দোলন অব্যাহত থাকবে।
এছাড়া সোমবারের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্যাতিতদের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করেনি জানিয়ে তারা বলেন, এই তদন্ত কমিটির ওপর তাদের আস্থা নেই। এসময় তারা আরো বলেন, সোমবার যাদের ওপর হামলা হয়েছে তাদেরকেই দোষী প্রমাণের চেষ্টা চলছে বলে তথ্য পেয়েছেন তারা।
শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি নিপু ইসলাম তন্বী বলেন, যারা যোগ্যতা অনুযায়ী পোস্ট পেয়েছেন তাদের বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই। প্রশ্নটি হচ্ছে যারা এই পোস্টের জন্য যোগ্য নয়, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের সাক্ষী, প্রমাণ রয়েছে তারা যদি এই কমিটিতে থাকে তাহলে এই কমিটি প্রশ্নবিদ্ধ হবে। সেই কমিটির একজন সদস্য হিসেবে আমার মনে হয় সংবাদ সম্মেলন করে আমাকে এই জায়গাটি পরিষ্কার করতে হবে।