ফেনীর ছাগলনাইয়া ও ভারতের শ্রীনগরের সীমান্ত হাটটি পরিণত হয়েছে দু’দেশের নাগরিকদের মিলন মেলায়। আর হাটে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় এগিয়ে রয়েছে ভারত। নানা সমস্যা ও অব্যবস্থাপনায় ক্ষতি এবং ভোগান্তির মুখে পড়ছেন বাংলাদেশী ব্যবসায়ী ও ক্রেতা।
প্রতি মঙ্গলবার এ হাটকে ঘিরে দু’দেশের নাগরিকদের পছন্দের পণ্য বিকিকিনির মধ্য দিয়ে প্রসার ঘটছে ব্যবসা বাণিজ্যের। প্রতি হাটবারে দু’দেশের নির্ধারিত ৫০জন ব্যবসায়ী ভোগ্য ও পারিবারিক নিত্য পণ্যের পসরা সাজিয়ে বসছেন এ হাটে। গত ১৩ জানুয়ারি হাটটি উদ্বোধনের পর গত মঙ্গলবার পর্যন্ত ৫টি হাটে লেনদেন ছাড়িয়েছে কোটি টাকার ওপরে।
তবে ভারতীয় ক্রেতাদের ক্রয় ক্ষমতার কারণে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেকটাই পিছিয়ে। অন্যদিকে সরু মেঠোপথে যাতায়াতের অসুবিধাসহ নানা অব্যবস্থাপনা নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন বাংলাদেশী ব্যবসায়ী, ক্রেতা সবাই।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম প্রতিকূলতা স্বীকার করে জানালেনে, সমস্যা সমাধানে তারা সচেষ্ট রয়েছেন। তিনি বলেন, 'পাকা রাস্তা হওয়ার সাথে সাথে কাঁটাতারের বেড়া দিয়ে একটি বিজিবি চেকপোস্ট বসাবো সেখানে। যাতে এন্ট্রির বিষয়ে কোনো সমস্যা না হয়। '
স্থানীয় উপজেলা প্রশাসনের হিসেব মতে, প্রতি হাটবারে এ সীমান্ত হাটে বাংলাদেশী দেড় হাজারেরও বেশী ক্রেতার বিপরীতে ভারতীয় ক্রেতা আসছেন এক হাজারেরও কম।