যে কোনো মূল্যে নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠন করা হবে বলে জানিয়েছেন ১৪ দলের নেতারা।
সোমবার (১৫ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠন শীর্ষক গোলটেবিল বৈঠকে নেতারা বলেন, নিরাপদ সড়কের পাশাপাশি সরকার মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, এ ব্যাপারে কেউ ছাড় পাবে না। বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের কর্তা ব্যক্তিরা বলেন, অর্থনৈতিক ধারাকে অব্যাহত রাখতে হলে সড়কে নিরাপত্তা জরুরী।
নিরাপদ সড়ক নিশ্চিতে শুধু চালক নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তারা। দুর্ঘটনা রোধে হাইওয়ে থেকে নসিমন করিমন সম্পূর্ণভাবে বন্ধ করার আহবান জানানো হয়। এ সময় পরিবহন খাতে চাঁদাবাজিসহ নানা অনিয়ম বন্ধের আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।