যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওমানে পালিত হলো পবিত্র শবে মেরাজ।
মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ৯টায় ওমানের আল সুইক নামক এলাকার একটি মসজিদে ওমান বন্ধু সমাজের উদ্যেগে এক বিশাল মিরাজুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মাহবুব আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান বন্ধু সমাজ কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার শামছুল আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ইসলামী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাওলানা মঞ্জুরুল আলম। শবে মেরাজের তাৎপর্য নিয়ে আলোচনা করেন তিনি।
সবশেষে দেশের শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।