ডাকসু নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি বলে অভিযোগ করে বিএনপির শীর্ষ নেতারা বলেছেন, বিরোধী ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই হতে পারে বলেও মন্তব্য করেন তারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ডাকসু নির্বাচন যেন জাতীয় নির্বাচনের মতো না হয়। আমাদের দেশের ইতিহাস হল সরকার কোনো দাবি মানতে চায় না, ছাত্রসমাজ দাবি মানাতে বাধ্য করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ তাদের দাবি মানতে বাধ্য করবে, একটা সুষ্ঠু নির্বাচন করতে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেন, ২৮ বছর ধরে ডাকসু নির্বাচন হয় না, এই সময়টা কেন নির্বাচনের জন্য বেছে নেওয়া হল। কারণ দেশের মানুষ ভোট ডাকাতিতে অভ্যস্ত হয়ে গেছে। মিডিয়া পত্র-পত্রিকা সব তাদের দখলে, এটিই ভোট ডাকাদের প্রকৃত সময়।