আবারও হারের বৃত্তে বাংলাদেশের নারী ফুটবলাররা। এবার অলিম্পিক নারী ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে স্বাগতিক মিয়ানমারের কাছে তারা হেরেছে ৫-০ গোলে।
ফিফা র্যাংকিংয়ে বেশ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে শুরুর দিকে বেশ আত্মবিশ্বাসী ছিল ছোটন শিষ্যরা। কিন্তু সময়ের সাথে নিজেদের সেই ধারা ধরে রাখতে পারেনি আখি মাসুরারা।
ম্যাচের ৩৩ মিনিটে হজম করে প্রথম গোল। বিরতিতে যাওয়ার আগ মূহুর্তে আরো এক গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে মৌসুমী কৃষ্ণারা।
শেষ পর্যন্ত আরো ৩ গোল হজম করে ছোটন বাহিনী। ফলে ৫-০ গোলের বড় হারের লজ্জায় পুড়ে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১১ নভেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলার মেয়েরা।