একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করতে চায় সরকার, এ লক্ষ্যে একনেকের আগামী বৈঠকেই অনুমোদন দেয়া হবে ইভিএম ক্রয় প্রকল্পের। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এর আগে সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৭ হাজার ৭শ কোটি টাকা ব্যয়ে ১৮টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। অনুমোদিত গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে সারাদেশের ২ হাজার মাদ্রাসার উন্নয়ন। বৈঠকে জানানো হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২শ ২৪টি উপজেলার আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ব্যয় হবে ৪ হাজার ৮শ কোটি টাকা।
এছাড়াও, গ্রামীণ এলাকার স্বাস্থ্যসেবার উন্নয়ন, বরিশাল বিভাগ পল্লী উন্নয়ন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস সংরক্ষণ প্রকল্পেরও অনুমোদন দিয়েছে একনেক।