বিমানবন্দরে নিরাপত্তা ট্রে ব্যবহার করা হয়, আর গবেষণা প্রতিবেদনে এই ট্রে নিয়েই এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল যা জানলে অবাক হবেন আপনি। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানা যায়, টয়লেটের থেকেও বেশি পরিমাণ শ্বাসতন্ত্রের জীবাণু বহন করে বিমানবন্দরের ট্রেতে।
দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, ২০১৬ সালে ফিনল্যান্ডের হেলসিঙ্কি-ভানতা বিমানবন্দরে তিন দফায় বিভিন্ন বস্তুর উপরিতলের ৯০টি ও বাতাসের ৪টি নমুনা সংগ্রহ করে এই গবেষণা চলানো হয়। এছাড়া যাত্রীদের ব্যবহৃত চলন্ত সিঁড়ির হাতল, লিফটের বাটন, ও শিশুদের খেলনা সামগ্রীর নমুনাও সংগ্রহ করা হয়। এসব নমুনা পরীক্ষা করে দেখা যায়, নিরাপত্তা ট্রে সবচেয়ে বেশি বিষাক্ত দূষণের ঝুঁকিতে রয়েছে।
নিরাপত্তা ট্রেতে পাওয়া জীবাণুর সঙ্গে তুলনা করার জন্য টয়লেট থেকেও নমুনা সংগ্রহ করা হয়। বিমানবন্দরের তিনটি টয়লেট থেকে ৪২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর শৌচাগারের ঢাকনা, ফ্ল্যাশ ও দরজার লকসহ কোথাও শ্বাসতন্ত্রের জীবাণু পাওয়া যায়নি।
পরীক্ষিত ৯টি উপাদানের মধ্যে ৪টিতেই জীবাণু পাওয়া যায়। নিরাপত্তা ট্রেতে শ্বাসতন্ত্রের জীবাণুসহ ‘ইনফ্লুয়েঞ্জা এ’, ‘রিহিনো অ্যান্ড হিউম্যান করোনা ওসি ৪৩’ শনাক্ত করা হয়।