গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠার মিশনে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ এবার নেপাল। এর আগে বয়সভিত্তিক আসরগুলোতে দু'বার নেপালের সঙ্গে জয় পেয়েছিলো ছোটন শিষ্যরা। সে ধারাবাহিকতায় এবারো বড় জয়ের লক্ষ্য বাংলাদেশের। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
ড্রাগনের দেশে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী লাল সবুজের দল। ছোটখাটো ভুলগুলো ঠিক করার চেষ্টা করেছেন কোচ গোলাম রাব্বানী ছোটন। জুনিয়র শামসুন্নাহারও এখন ফিট হয়ে উঠেছেন।
অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, খেলার সিস্টেম আমরা দেখে বুঝতে পারছি, ওদের কোন জায়গা দুর্বল তা আমরা জানি।
নেপালের টেকনিকাল ডিরেক্টার চাকি তাকেদা বলেন, নেপালের এই টিমে রয়েছে আগের ৫ জনের সঙ্গে নতুন অনেক খেলোয়াড়। বাংলাদেশকে আমরা সিরিয়াসলি নিয়েছি এবং তাদেরকেও হারানো সম্ভব।
সাফ অনুর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশীপের প্রথম আসরে বাংলাদেশের কাছে ছয় শূণ্যতে হেরেছিল নেপাল। জয়ের সে সৌরভ আবারো ছড়িয়ে দিতে চায় বাংলার মেয়েরা।