এক নজরে দেখা নেয়া যাক ২০১৪ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের খুটিনাটি।
এক নজরে:
দেশ: স্পেন।
ফিফা র্যাংকিং: ১০।
বিশ্বকাপের গ্রুপ: 'বি'।
বিশ্বকাপে অংশগ্রহণ: ১৪ বার।
বাছাইপর্বে অংশগ্রহণ: ১৮ বার।
প্রথম বিশ্বকাপ: ১৯৩৪।
সবশেষ বিশ্বকাপ: ২০১৪।
বিশ্বকাপে সেরা সাফল্য: চ্যাম্পিয়ন- ২০১০।
ফিফা বিশ্বকাপের অলটাইম র্যাংকিং: ৫, পয়েন্ট: ৯৯।
কোচ: জুলিয়ান লোপেতেজুই (স্পেন)।
অধিনায়ক: সার্জিও রামোস।
তারকা ফুটবলার:
সার্জিও রামোস- স্পেনের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন। রিয়াল মাদ্রিদেরও অধিনায়ক তিনি। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দু'টি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ এবং একটি বিশ্বকাপ টাইটেল জয়ের তার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
চূড়ান্ত স্কোয়াড:
গোলরক্ষক:
পেপে রেইনা (ক্লাব- নাপোলি, বয়স- ৩৫, জার্সি নম্বর- ২৩)
ডেভিড দি গিয়া (ক্লাব- ম্যানচেস্টার ইউনাইটেড, বয়স- ২৭, জার্সি নম্বর- ১)
কেপা আরিজাবালাগা (ক্লাব- অ্যাথলেটিকো বিলবাও, বয়স- ২৩, জার্সি নম্বর- ১৩)
ডিফেন্ডার:
নাচো ফার্নান্দেজ (ক্লাব- রিয়াল মাদ্রিদ, বয়স- ২৮, জার্সি নম্বর- ৪)
সার্জিও রামোস (ক্লাব- রিয়াল মাদ্রিদ, বয়স- ৩২, জার্সি নম্বর- ১৫)
দানি কারভাজেল (ক্লাব- রিয়াল মাদ্রিদ, বয়স- ২৬, জার্সি নম্বর- ২)
জেরার্ড পিকে (ক্লাব- বার্সেলোনা, বয়স- ৩১, জার্সি নম্বর- ৩)
জর্ডি আলবা (ক্লাব- বার্সেলোনা, বয়স- ২৯, জার্সি নম্বর- ১৮)
আলভারো ওদ্রিজোলা (ক্লাব- রিয়াল সোসিয়েদাদ, বয়স- ২২, জার্সি নম্বর- ১২)
নাচো মনরিয়েল (ক্লাব- আর্সেনাল, বয়স- ৩২, জার্সি নম্বর- ১৬)
সেজার আজপিলিকোয়েটা (ক্লাব- চেলসি, বয়স- ২৮, জার্সি নম্বর- ১৪)
মিডফিল্ডার:
আন্দ্রেস ইনিয়েস্তা (ক্লাব- বার্সেলোনা, বয়স- ৩৪, জার্সি নম্বর- ৬)
সার্জিও বুসকেটস (ক্লাব- বার্সেলোনা, বয়স-২৯ , জার্সি নম্বর- ৫)
সওল নিগুয়েজ (ক্লাব- অ্যাথলেটিকো মাদ্রিদ, বয়স- ২৩, জার্সি নম্বর- ৭)
কোকে (ক্লাব- অ্যাথলেটিকো মাদ্রিদ, বয়স- ২৬, জার্সি নম্বর- ৮)
ইস্কো (ক্লাব- রিয়াল মাদ্রিদ, বয়স- ২৬, জার্সি নম্বর- ২২)
মার্কো আসেনসিও (ক্লাব- রিয়াল মাদ্রিদ, বয়স- ২২, জার্সি নম্বর- ২০)
থিয়াগো আলকানতারা (ক্লাব- বায়ার্ন মিউনিখ, বয়স- ২৭, জার্সি নম্বর- ১০)
ডেভিড সিলভা (ক্লাব- ম্যানচেস্টার সিটি, বয়স- ৩২, জার্সি নম্বর- ২১)
লুকাস ভাজকুয়েজ (ক্লাব- রিয়াল মাদ্রিদ, বয়স- ২৬, জার্সি নম্বর- ১১)
ফরোয়ার্ড:
ইয়াগো আসপাস (ক্লাব- সেল্টা ভিগো, বয়স- ৩০, জার্সি নম্বর- ১৭)
রদ্রিগো (ক্লাব- ভ্যালেন্সিয়া, বয়স- ২৭, জার্সি নম্বর- ৯)
ডিয়েগো কস্তা (ক্লাব- অ্যাথলেটিকো মাদ্রিদ, বয়স- ২৯, জার্সি নম্বর- ১৯)
সময়সূচি
দিন |
ম্যাচ |
সময় |
ভেন্যু |
১৫ জুন |
পর্তুগাল - স্পেন |
রাত ১২টা |
ফিশ্ট স্টেডিয়াম |
২০ জুন |
ইরান - স্পেন |
রাত ১২টা |
কাজান এরেনা |
২৫ জুন |
স্পেন - মরক্কো |
রাত ১২টা |
কালিনিনগ্রাদ স্টেডিয়াম |
বিশ্বকাপের বাছাইপর্ব যেমন ছিলো:
ইংল্যান্ড ২-১ স্লোভাকিয়া
ইংল্যান্ড ৩-০ স্কটল্যান্ড
ইংল্যান্ড ১-০ স্লোভেনিয়া
ইংল্যান্ড ২-০ লিথুনিয়া
ইংল্যান্ড ২-০ মাল্টা
স্লোভাকিয়া ০-১ ইংল্যান্ড
স্কটল্যান্ড ২-২ ইংল্যান্ড
স্লোভেনিয়া ০-০ ইংল্যান্ড
লিথুনিয়া ০-১ ইংল্যান্ড
মাল্টা ০-৪ ইংল্যান্ড