আওয়ামী লীগ নেতাদের উস্কানিতেই, ছাত্রলীগের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ওনারা কোনদিন জবাবদিহিতা করবে না, এটা তারা মনে পুষে রেখেছে বলেই এই লাগামহীন বক্তব্য দিয়েছেন। এর কারণেই ছাত্ররা আরো বিক্ষুব্ধ হয়েছে।
তিনি আরো বলেন, শিক্ষকের আদর্শবোধ নেই, নেই কর্তৃপক্ষের নিরপেক্ষতা।