সারাবিশ্বের মতো বাংলাদেশেও প্রার্থনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে। প্রার্থনায় দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
আজ মহা পরিত্রাণ ভাই, আজ মহা পরিত্রাণ, যীশু উঠেছেন দেখো, পাপীরে করিতে ত্রাণ। পুনরুত্থান হয়েছে যিশু খ্রিষ্টের আর পাপ থেকে মুক্তি দেবে। ভক্তদের এই বিশ্বাসে ইস্টার সানডের সকালে প্রার্থনায় যোগ দেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।
প্রশংসা ও প্রার্থনা সঙ্গীতের সঙ্গে সঙ্গে বিভিন্ন আনুষ্ঠানিকতায় গির্জায় গির্জায় চলে উপাসনা। দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন যীশু ভক্তরা।
পাপ থেকে মুক্তি লাভের আনন্দ উদযাপনের পাশাপাশি যিশুর আদর্শ ধারণ করাই ইস্টার সানডের অন্যতম তাৎপর্য। জানালেন যাজকরা।
ক্রশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর এই দিনে যিশুর পুনরুত্থান হয়েছিল বলে বিশ্বাস করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দিনটিকে ঘিরে গির্জাগুলোকে নানা সাজে সাজানো হয়েছে