ভারতের বিপক্ষে হার দিয়ে নিদাহাস ট্রফির মিশন শুরু করেছে বাংলাদেশ। তাই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচটি টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে বৃষ্টির বাধায় পড়তে হয়েছে ম্যাচটিকে।
বৃষ্টি হচ্ছিলো আগে থেকেই। বিকেল ৪টার দিকে থামলেও পরে কয়েক দফা গুড়ি গুড়ি বৃষ্টি হয়। থেমে থেমে বজ্রপাতও হয়। আকাশে ঘনকালো মেঘে ঢাকা থাকলেও সন্ধ্যার পর মাঠ ঢেকে রাখা তাঁবুগুলো সরিয়ে নেয়া হয়েছে। বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযোগী হতে আরও সময় লাগবে। তাই নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি।
নিদাহাস ট্রফিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরে যায় টাইগাররা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। ম্যাচটি সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হাবার কথা ছিলো। তবে এখন আর নির্ধারিত সময় শুরু হওয়া সম্ভব নয়।
এই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে দুই দল এক পয়েন্ট করে পাবে। কেননা নিদাহাস ট্রফিতে কোনও রিজার্ভ ডে রাখা হয় নি।