হত্যার উদ্দেশ্যে জখম করে ৫ মাস বয়সী মিনার্ভাকে ফেলে যাওয়া হয়! (ভিডিও)
প্রতিবন্ধী শিশু মিনার্ভা। যাকে ৫ মাস বয়সে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রের আঘাতে জখম করে ফেলে রেখে যাওয়া হয় শহীদ মিনারের পাশে। কি অপরাধ ছিলো এই ৫ মাস বয়সী শিশুর! কারাই বা তাকে হত্যা করতে চেয়েছিলো?
সামজিক অবক্ষয়ের শিকড় কি এতোটাই গভীর যে সেখানে সামান্য স্থান নেই মানবিকতার! কিন্তু মারিয়া সালামের মতো কিছু মানুষ এখনো আছে এ সমাজে।
ভাগ্য সহায় হওয়ায় এখনো পৃথিবীর আলো-বাতাসে বুক ভরে শ্বাস নিচ্ছে সে। কি ঘটেছিলো মিনার্ভার জীবনে?