আলোচ্য সপ্তাহে রাশিচক্রে গ্রহ সমাবেশ যথা— সিংহে রবি, তুলায় চন্দ্র, মঙ্গল শনি, পরে বৃশ্চিকে মঙ্গল, কন্যায় বুধ, রাহু, কর্কটে বৃহস্পতি, শুক্র, পরে সিংহে শুক্র, মীনে কেতু। রাশি ও নক্ষত্র পরিক্রমা অনুযায়ী চন্দ্র তুলায় স্বাতী থেকে মকরে উত্তরাষাঢ়া নক্ষত্র। তিথিসঞ্চার শুক্লা ষষ্ঠী থেকে শুক্লা দ্বাদশী। যোগসঞ্চার ব্রহ্ম থেকে শোভন। ব্যক্তিগত রাশি ও লগ্ন অনুযায়ী জাতক-জাতিকার শুভাশুভ গ্রহফল বিবৃত হল।