bpl bpl
বিপিএল দল সূচি ফলাফল পয়েন্ট টেবিল খবর ছবি ভিডিও

ইংল্যান্ড

team-england

ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ড। ভদ্রলোকের খেলাটাকে যত্নে লালন করেছেন ইংলিশরা। তারা শুধু ক্রিকেটের জনকই নন, অফিসিয়ালি তারাই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু ক্রিকেটের জনকদের ঘরে কখনোই ওয়ানডে বিশ্বকাপের ট্রফি যায়নি।

শুরুর দিকে কোনো দেশেরই বিশ্বকাপের মতো বড় আসর আয়োজন করার মতো অবকাঠামো ছিল না, শুধু ইংল্যান্ড ছাড়া। তাই তো বিশ্বকাপের প্রথম তিনটি আসর আয়োজন করা হয় ইংল্যান্ডেই। এ পর্যন্ত আয়োজিত সবগুলো বিশ্বকাপেই অংশ নিয়েছে ইংল্যান্ড। কিন্তু শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি। তিন তিনবার (১৯৭৯, ১৯৭৮ এবং ১৯৯২) ফাইনালে উঠেও খালে হাতে ফিরতে হয়েছে তাদের।

এছাড়া প্রথম এবং তৃতীয় আসরে (১৯৭৫ এবং ১৯৮৩) সেমিফাইনালে উঠে ইংল্যান্ড। তিনবার (১৯৯৬, ২০০৭ এবং ২০১১) খেলেছে কোয়ার্টার ফাইনাল। সবশেষ ২০১৫ সালের আসরসহ মোট তিনবার (২০১৫, ২০০৩ এবং ১৯৯৯) গ্রুপ পর্ব টপকাতে ব্যর্থ হয়েছে ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী দলটি।

২০১৯ সালে বিশ্বকাপের ১২তম আসরের আগে ১১টি বিশ্বকাপে মোট ৭৩টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। যার মধ্যে ৪১টিতে জয়, ৩০টিতে পরাজয় এবং ২টি ম্যাচ ড্র করেছে।

দলের খেলার সময়সূচী

দলের পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় হার পয়েন্ট রেটিং

ইংল্যান্ড দলের সদস্য