bpl bpl
বিপিএল দল সূচি ফলাফল পয়েন্ট টেবিল খবর ছবি ভিডিও

ভারত

team-india

ক্রিকেট বিশ্বের পরাশক্তি ভারত। দেশটির জনগণও ক্রিকেটপ্রেমী। ক্রিকেটের সঙ্গে ভারতের সম্পর্ক ব্রিটিশদের কাছ থেকে দেশটির স্বাধীনতার আগে থেকেই। ২০১৫ সাল পর্যন্ত বিশ্বকাপের সবগুলো আসরেই অংশ নিয়েছে ভারত। এরমধ্যে দুই বার শিরোপা ঘরে তুলেছে। ১৯৮৩ সালে ইংল্যান্ড থেকে বিশ্বকাপের তৃতীয় আসরের শিরোপা নিয়ে ঘরে ফেরে কপিল দেবের ভারত। এরপরের শিরোপা আসে ২০১১ সালে ঘরের মাটিতে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাত ধরে।

২০০৩ সালের আসরে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। এছাড়া তিনবার (১৯৮৭, ১৯৯৬ এবং ২০১৫) সেমিফাইনাল, ১৯৯৯ সালে কোয়ার্টার ফাইনাল এবং চারবার (১৯৭৫, ১৯৭৯, ১৯৯২ এবং ২০১৫) গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ভারত।

২০১৯ সালের আগ পর্যন্ত বিশ্বকাপে ৭৫টি ম্যাচ খেলে ৪৬টিতে জয়ী এবং ২৭টিতে পরাজিত হয়েছে ভারত। এছাড়া একটি ম্যাচ টাই এবং বাকি একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

দলের খেলার সময়সূচী

দলের পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় হার পয়েন্ট রেটিং

ভারত দলের সদস্য